বিশ্বকাপ ক্রিকেট ২০২৩ ভেন্যু

বিশ্বকাপ ক্রিকেট ২০২৩ ভেন্যু

বিশ্বকাপ ক্রিকেট ২০২৩ ভেন্যু : বিশ্বকাপ ক্রিকেট ২০২৩ ভেন্যু এখন সমস্ত ক্রিকেট প্রেমিদের কাছে একটা খুব আগ্রহের বিষয় । আর মাত্র কয়েকদিন পরই বিশ্বকাপ ক্রিকেট শুরু হয়ে যাবে। আপনি বলতে পারেন বিশ্বকাপের দামামা বেজে গেছে। সমস্ত দলই শেষ মুহূর্তের প্রস্তুতি সেরে নিচ্ছে। ভারত নিজেরদের ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে শেষ প্রস্তুতি ম্যাচ গুলি খেলে নিচ্ছে। আবার বাংলাদেশ ও নিউজিল্যান্ড -এর বিরুদ্ধে শেষ প্রস্তুতি ম্যাচ খেলে নিচ্ছে।

বিশ্বকাপ ক্রিকেট ২০২৩ ভেন্যুঃ-

এবারের বিশ্বকাপ ২০২৩ ৫-১০-২০২৩ থেকে ভারতে শুরু হবে। প্রথম ম্যাচ খেলা হবে আমেদাবাদ, গুজরাটের নরেন্দ্র মোদি স্টেডিয়াম , বিশ্বকাপের ফাইনাল খেলা ও হবে নরেন্দ্র মোদি স্টেডিয়াম, আহমেদাবাদে।

এখন আমরা জেনে নিই বিশ্বকাপ ক্রিকেট ২০২৩ ভেন্যু কোথায় কোথায় হবে।

বিশ্বকাপ ক্রিকেট ২০২৩ ভেন্যু

বিশ্বকাপ ক্রিকেট ২০২৩ ভেন্যুঃ-

নরেন্দ্র মোদি স্টেডিয়াম, আহমেদাবাদ

নরেন্দ্র মোদি স্টেডিয়াম, আহমেদাবাদ, এই মুহূর্তে ভারতের সবচেয়ে বড় স্টেডিয়াম। এই স্টেডিয়াম এর দর্শক ধারন ক্ষমতা হল 132,000, এই স্টেডিয়াম 2021 সালে সংস্কার করা হয়েছে। সংস্কার এর পর এই স্টেডিয়াম-এর নতুন নাম হয় নরেন্দ্র মোদি স্টেডিয়াম।

এম চিন্নাস্বামী স্টেডিয়াম, বেঙ্গালুরু

এম চিন্নাস্বামী স্টেডিয়াম, বেঙ্গালুরু ভারতের একটি প্রাচীন স্টেডিয়াম, এটি ভারতের কর্ণাটক রাজ্যে অবস্থিত। এই স্টেডিয়াম এর দর্শক ধারন ক্ষমতা হল 40000।

প্রায় 65 মিটারের বাউন্ডারি মাপের এই স্টেডিয়াম বরাবর স্কোর খুব বেশী রানের হয়ে থাকে।

এম এ চিদাম্বরম স্টেডিয়াম, চেন্নাই

এম এ চিদাম্বরম স্টেডিয়াম, চেন্নাই ভারতের একটি প্রাচীন স্টেডিয়াম, এটি ভারতের তামিলনাড়ু রাজ্যে অবস্থিত। এই স্টেডিয়াম এর দর্শক ধারন ক্ষমতা হল 38,200 । এই স্টেডিয়াম যা মেরিনা বিচ থেকে মাত্র দুই কিলোমিটার দূরে অবস্থিত।

অরুণ জেটলি স্টেডিয়াম, দিল্লি

অরুণ জেটলি স্টেডিয়াম, দিল্লি-এর সবচেয়ে বড় স্টেডিয়াম।এই স্টেডিয়াম এর দর্শক ধারন ক্ষমতা হল 41000 ।

হিমাচল প্রদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশন (HPCA) স্টেডিয়াম, ধর্মশালা

হিমাচল প্রদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়াম , হিমাচল প্রদেশ রাজ্যের একমাত্র আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম । এই স্টেডিয়াম এর দর্শক ধারন ক্ষমতা হল 23000 ।

ইডেন গার্ডেন, কলকাতা

ইডেন গার্ডেন, কলকাতা , ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের সবচেয়ে বড় ক্রিকেট স্টেডিয়াম। নরেন্দ্র মোদি স্টেডিয়ামের সংস্কারের আগে, ইডেন গার্ডেনস ভারতের বৃহত্তম স্টেডিয়াম হিসাবে বিখ্যাত ছিল।এই স্টেডিয়াম এর দর্শক ধারন ক্ষমতা হল 68,000 ।

ভারতরত্ন শ্রী অটল বিহারী বাজপেয়ী একানা ক্রিকেট স্টেডিয়াম, লখনউ

ভারতরত্ন শ্রী অটল বিহারী বাজপেয়ী একানা ক্রিকেট স্টেডিয়াম, লখনউ , উত্তর প্রদেশের সবচেয়ে বড় ক্রিকেট স্টেডিয়াম। এই স্টেডিয়াম এর দর্শক ধারন ক্ষমতা হল 50,000 ।

ওয়াংখেড়ে স্টেডিয়াম, মুম্বাই

ওয়াংখেড়ে স্টেডিয়াম, মুম্বাই , মহারাষ্ট্র রাজ্যের সবচেয়ে প্রাচীন ও বিখ্যাত ক্রিকেট স্টেডিয়াম । এই স্টেডিয়াম এর দর্শক ধারন ক্ষমতা হল 33000 ।

ক্রিকেট বিশ্বকাপের ২০২৩ প্রাইজমানি কত

এমসিএ আন্তর্জাতিক স্টেডিয়াম, পুনে

এমসিএ আন্তর্জাতিক স্টেডিয়াম, পুনে , মহারাষ্ট্র রাজ্যের ২য় বিখ্যাত ক্রিকেট স্টেডিয়াম । এই স্টেডিয়াম এর দর্শক ধারন ক্ষমতা হল 42,700।

রাজীব গান্ধী আন্তর্জাতিক স্টেডিয়াম, হায়দ্রাবাদ

রাজীব গান্ধী আন্তর্জাতিক স্টেডিয়াম, হায়দ্রাবাদ, অন্ধ্রপ্রদেশ রাজ্যের সবচেয় বড় স্টেডিয়াম ,এই স্টেডিয়াম এর দর্শক ধারন ক্ষমতা হল 39,200।

তবে এই সমস্ত স্টেডিয়াম ছাড়া এই মুহূর্তে অন্য কোন স্টেডিয়াম-এ ম্যাচ হওয়ার কথা নয়।

তবে স্টেডিয়াম যতই বড় হোক না কেন টিকিটের জন্য যে হাহাকার তা সবাই কে বলে রাখি।

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *