পাকিস্থান জাতীয় ক্রিকেট দল খেলোয়াড় তালিকা
পাকিস্থান জাতীয় ক্রিকেট দল খেলোয়াড় তালিকা : পাকিস্থান জাতীয় ক্রিকেট দল খেলোয়াড় তালিকা নিয়ে সারা বিশ্বের মানুষ উৎসাহিত বোধ করে।ক্রিকেট ইতিহাসে পাকিস্থান সব সময় একটি বৃহৎ শক্তিশালী দল। পাকিস্থান দল সমস্ত দলের কাছ থেকে সমীহ আদায় করে নেয়। পাকিস্থান দলে সব সময় এমন কিছু প্লেয়ার থাকে যারা যেকোনো সময় একাই যেকোনো দলকে হারিয়ে দিতে পারে। পাকিস্থান দল বিশ্বের নানা রকমের ট্রফি জিতেছে । একদিনের বিশ্বকাপ পাকিস্থান দল একবার চ্যাম্পিয়ন হয়েছে।তবে পাকিস্থান দল যেকোনো সময় যেকোনো প্রতিযোগিতা জিততে পারে।
পাকিস্থান জাতীয় ক্রিকেট দল খেলোয়াড় তালিকা
পাকিস্থান জাতীয় ক্রিকেট দল খেলোয়াড় তালিকা নিয়ে পাকিস্থান বাসীর সঙ্গে সঙ্গে বাকি সারা বিশ্বের প্রচুর মানুষের প্রচণ্ড আগ্রহ থাকে। তাই যখন কোন প্রতিযোগিতা শুরু হয় , তখন বিশ্বের বহু মানুষ পাকিস্থান জাতীয় ক্রিকেট দল খেলোয়াড় তালিকা কি হয়েছে তা খুঁজতে শুরু করেন।পাকিস্থান দলে সব সময় সুপারস্টারের ছড়াছড়ি থাকে।
পাকিস্থান জাতীয় ক্রিকেট দল খেলোয়াড় তালিকা
বিশ্বকাপ ২০২৩ এর শুরু হতে চলল । আর অল্প কিছু দিনের মধ্যে শুরু হয়ে যাবে বিশ্বকাপ ২০২৩। তাই সব দলের সঙ্গে সঙ্গে পাকিস্থান ক্রিকেট বোর্ড বেশ কিছু দিন আগে বিশ্বকাপ ২০২৩ এর জন্য পাকিস্থান জাতীয় ক্রিকেট দল খেলোয়াড় তালিকা প্রকাশ করে দিয়েছে।
এখন আমরা জানব এবারের পাকিস্থান দলে বিশ্বকাপে খেলার জন্য কোন কোন প্লেয়ার স্থান পেয়েছে।
পাকিস্থান বোর্ড এই বিশ্বকাপের জন্য আগের অধিনায়ক বাবর আজাম কে আবার বিশ্বকাপের অধিনায়ক নির্বাচন করে পাঠাচ্ছেন। বাবর আজাম কে আমরা বেশ কিছু দিন পাকিস্থান দলের অধিনায়ক হিসাবে দেখতে পাচ্ছি।
পাকিস্থান জাতীয় ক্রিকেট দল খেলোয়াড় তালিকা – ব্যাটার
ইমাম-উল-হক
ফখর জামান
শান মাসুদ
আবদুল্লাহ শফিক
বাবর আজম (গ)
হারিস সোহেল
খুশদিল শাহ
তৈয়ব তাহির
সৌদ শাকিল
পাকিস্থান জাতীয় ক্রিকেট দল খেলোয়াড় তালিকা- উইকেট কিপার
পাকিস্থান জাতীয় দলে আমরা বরাবর বিশ্বমানের ব্যাটার- উইকেট কিপার কে দেখেছি, এবারের ক্রিকেট দল বিশ্বকাপের জন্য ২য় জন উইকেট কিপার রেখেছেন , এবং ২ দুজন খুব ভাল ব্যাট করতে পারেন।
মোহাম্মদ রিজওয়ান (Wk)
সরফরাজ আহমেদ
মোহাম্মদ হারিস
পাকিস্থান জাতীয় ক্রিকেট দল খেলোয়াড় তালিকা- বোলার
বিশ্বকাপের জন্য পাকিস্থান জাতীয় ক্রিকেট দল -এ ফাস্ট বোলার ও স্পিন বোলার দুই তালিকা দুরন্ত, বিশ্বের বেশ কয়েকজন সেরা বোলার সব সময় পাকিস্থান দলে দেখা যায়। তবে এবারের দলে ফাস্ট বোলার-এর দাপট অনেক বেশী। এবং এই ফাস্ট বোলার উপর দলের ভাগ্য অনেকটা নির্ভর করছে।
শাদাব খান (স্পিনার)
মোহাম্মদ নওয়াজ
সালমান আগা
ইফতেখার আহমেদ
শাহীন শাহ আফ্রিদি
নাসিম শাহ
হারিস রউফ
মোহাম্মদ ওয়াসিম জুনিয়র
শাহনেওয়াজ দাহানি
মোহাম্মদ জাহিদ
মোহাম্মদ হাসনাইন
উসমান খান শিনওয়ারি